সুন্দর একটি গ্লামার সাজ পেতে অনেকেই ভাবেন বেশি সময় নিয়ে মেকআপ করার বিকল্প নেই। কিন্তু আপনি কি জানেন? বেশি সময় নয়, মাত্র ১০ মিনিটেই একটি আপনার সাজে একটি গ্লামার লুক পেতে পারেন আপনি।
কম সময়ে মেকআপ করতে প্রথমে আপনাকে ভালো ব্র্যান্ডের একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরপর গুঁড়া দুধে লেবুর রস মিশিয়ে মুখে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
পরিষ্কার ভেজা তাওয়ালে মুখ মুছে নিন। চেষ্টা করুন মুখে হালকা একটু ভেজা ভাব রেখে মুখ মুছতে। এবার আপনি ১০ মিনিটকে ৫টি ভাগে ভাগ করে নিন। প্রথম ২ মিনিটে ভালো করে ম্যাসাজ করে লাগান একটি ময়েশ্চারাইজার। দ্বিতীয় ২ মিনিটে একইভাবে ম্যাসাজ করে লাগান ক্রিম প্রাইমার।
তৃতীয় ২ মিনিটে ব্রাইড শেডের ফেস পাউডার ছোট মেকআপ ব্রাশের মাধ্যমে লাগিয়ে দিন। চতুর্থ ২ মিনিটে আই মেকআপ ব্রাশের মাধ্যমে কালো আইশ্যাডো দিয়ে আই ব্রো এবং চোখের পাতায় পীচ আইশ্যাডো দিন। চোখের লাইনআপ দিতে বাদামি আইশ্যাডো ব্যবহার করুন।
শেষ ২ মিনিটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিন। নাকে লম্বা করে হাইলাইট দিন। ব্যাস, মাত্র ১০ মিনিটেই এই কৌশলে যেকোনো পার্টিতে যেতে আপনি দ্রুত রেডি হতে পারবেন।