Homeসর্বশেষ সংবাদরাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পরেছে সাড়ে ৩৬ কেজির বাগাড় মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পরেছে সাড়ে ৩৬ কেজির বাগাড় মাছ

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে সাড়ে ৩৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী সাড়ে ৪৫ হাজার টাকায় মাছটি প্রকাশ্য নিলামে কিনে নেন।
সোমবার (৩ জুলাই) সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের দুলালের আড়তে নিয়ে আসা হয় মাছটি।এর আগে পদ্মা নদীতে ভোর রাতে স্থানীয় জেলের জালে মাছটি ধরা পরে।
পরে উন্মুক্ত নিলামে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট।
জানতে চাইলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৭১৮ টাকায় কিনেছেন তিনি। এখন বিভিন্ন ক্রেতার মোবাইলে যোগাযোগ করা হচ্ছে। কিছু লাভ হলেই বিক্রি করা হবে।

সর্বশেষ খবর