Homeজীবনধারাফেসবুকে যে ৪ বিষয় কখনই শেয়ার করবেন না

ফেসবুকে যে ৪ বিষয় কখনই শেয়ার করবেন না

এখন অনেকেই নিজের ব্যক্তিগত তথ্যের সবকিছু আপডেট দিতে শুরু করেন বিভিন্ন সোশ্যাল সাইড বিশেষ করে ফেসবুকে। তবে এমন কাজ মোটেও উচিত নয় বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, এমন কিছু তথ্য রয়েছে যেগুলো ফেসবুকে সবার সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। যেমন-

১। লোকেশন: আপনি কখনই ফেসবুকে চেক ইন বা লোকেশন শেয়ার করবেন না। কারণ এ বোকামি করা কারণে আপনি সহজেই হ্যাকারদের নজরে পড়বেন। তাছাড়া লোকেশনের তথ্য কাজে লাগিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি অপহরণের ঘটনাও ঘটতে পারে আপনার জীবনে।

২। প্রিয়জনদের গোপন তথ্য: অনেকে মজা করে প্রিয়জনদের গোপন তথ্য ফেসবুকে আপলোড দিয়ে দেন। যা করা মোটেও উচিত নয়। এতে করে আপনার প্রিয়জন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন।

৩। সম্পর্ক ভাঙার তথ্য: ফেসবুকে কখনই নিজের সম্পর্ক ভাঙার স্ট্যঅটাস দেবেন না। অনেকে সাময়িকভাবে সহানুভূতি পাওয়ার জন্য এমন স্ট্যাটাস দেন ঠিকই তবে আপনি কি জানেন, এই স্টাটাসই দীর্ঘ মেয়াদে আপনার যন্ত্রণার কারণ হয়ে ওঠে।

৪। জাঁকজমকপূর্ণ জীবন: ফেসবুকে নিজের সুখের স্মৃতি কিংবা জাঁকজমকপূর্ণ জীবনের মুহূর্তকে শেয়ার করা থেকে বিরত থাকুন। এমন স্ট্যাটাসের কারণে আপনি অনেকেরই অখুশির কারণ হতে পারে। অকারণে হতে পারেন কারো হিংসার শিকার।

সর্বশেষ খবর