গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আবদুল কুদ্দুস নামে একজন নিহত হয়েছেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
আটকরা হলেন, উপজেলার খুকশিয়া গ্রামের সমশের আলীর ছেলে মধু মিয়া, মুনসুর আলীর ছেলে ছকু, সাইদার, সানোয়ার, আরিফ মিয়ার ছেলে কাওসার, মিলন মিয়ার ছেলে মনতাজ, মধুর স্ত্রী শিউলী বেগম ও দুই মেয়ে মিম, মিতু এবং সানোয়ারের স্ত্রী সুমনা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মধু মিয়া ও আনসার আলীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে দুপক্ষ সীমানা নির্ধারণের জন্য সার্ভেয়ার (আমিন) নিয়ে আসেন। সার্ভেয়ার এসেও তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারেনি। এরই জের ধরে রাত ১০টার দিকে আনসারের ভাই আবদুল কুদ্দুসের সঙ্গে জমি বিষয় নিয়ে মধু মিয়া তর্কে জড়ান। এ সময় মধুমিয়ার লোকজন অতর্কিতভাবে কুদ্দুসের ওপর হামলায় চলায়। তাদের হামলায় ঘটনাস্থলেই কুদ্দুস মিয়া মারা যান। এ ঘটনায় এলাকাবাসী হত্যাকারীদের ঘরের মধ্যে আটকে রেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম হত্যাকারীদের আটক করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ দশজনকে আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হবে।’