যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। ক্লাবটিতে যোগ দেয়ার আগে গত শনিবার (২৪ জুন) নিজের জন্মদিনে আর্জেন্টিনায় একটি বিদায়ী ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজকে বিদায় জানাতেই সেই ম্যাচে অংশগ্রহণ করেছিলেন মেসি। তবে রোববার (২৫ জুন) আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও মেসির সাবেক সতীর্থ হুয়ান রোমান রিকেলমেকে বিদায় জানালেন আর্জেন্টিনার অধিনায়ক।
সাবেক আর্জেন্টিনার ফুটবলার হুয়ান রোমান রিকেলমে ফুটবল ছেড়েছেন নয় বছর আগে। কিন্তু মাঠ থেকে বিদায় নেয়া হয়নি। তাই আর্জেন্টাইন কিংবদন্তিকে বিদায় জানাতে বড় পরিসরে বিদায়ী ম্যাচের আয়োজন করে তার ক্লাব বোকা জুনিয়র্স। তার মুখোমুখি হয় আর্জেন্টিনার বিশ্বজয়ী একাদশের সঙ্গে। সেই ম্যাচে প্রধান অতিথি ছিলেন লিওনেল মেসি। যদিও ম্যাচটি ৫-৩ গোলে হারে মেসির দল।
তবে রিকেলমের বিদায়ী ম্যাচে যে মেসি উপস্থিত ছিলেন এটাই তার বড় পাওয়া। ১৯৯৭ থেকে ২০০৮ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন রিকেলমে। সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন তিনি। ক্লাব ক্যারিয়ারে লম্বা সময় কাটিয়েছেন বোকা জুনিয়র্সে। এ ছাড়াও খেলেছেন বার্সেলোনা, ভিয়ারিয়াল আর্জেন্টিনোস জুনিয়রে।
রিকেলমের বিদায়ী ম্যাচ খেলে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘এখানে এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি (রিকেলমে) বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েক দিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’