Homeখেলামেসিদের কোচ হওয়ার গুঞ্জনে যা বললেন বার্সেলোনার সাবেক বস

মেসিদের কোচ হওয়ার গুঞ্জনে যা বললেন বার্সেলোনার সাবেক বস

সাবেক বার্সেলোনা বসকে এবার ইন্টার মিয়ামির কোচ করে আনতে যাচ্ছেন ডেভিড ব্যাকহাম। সবকিছু ঠিক থাকলে মেসির সাবেক গুরু জেরার্ডো মার্টিনোর হাতেই উঠতে যাচ্ছে মিয়ামির দায়িত্ব। গতকাল নিজেই চুক্তির বিষয়ে কথা বলেছেন মার্টিনো।

ফিল নেভিল ছাঁটাই হওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। ইন্টার মিয়ামিতে কে পাবেন ডাগআউটের দায়িত্ব। বাতাসে নাম ছিল অনেক, সবার মধ্যে থেকে নাকি মার্টিনোর হাতেই দায়িত্ব উঠছে। কিছুই চূড়ান্ত হয়নি এখনও, কিন্তু গুঞ্জন এসে ঠেকেছে টাটা মার্টিনোর কাছে।

ইন্টার মিয়ামির নতুন কোচের গুঞ্জনে মার্টিনোর নামটাই আসছে জোরেশোরে। সংবাদমাধ্যমের খবর, সাবেক বার্সেলোনা বসের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন ডেভিড ব্যাকহাম। মূলত লিওকে আনার পর থেকেই এমন কাউকে খুঁজছিল মিয়ামি, যার অতীত অভিজ্ঞতা আছে মেসিকে সামলানোর। সেক্ষেত্রে টাটা মার্টিনোর চেয়ে ভালো আর কে হতে পারেন?

এই গুঞ্জনে আবার তাল দিয়েছেন টাটা নিজেই। নিউওয়েলস ওল্ড বয়েজ এবং আর্জেন্টিনার কিংবদন্তিদের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। মার্টিনো জানিয়েছেন, ইন্টার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে তার। এখনও কিছু চূড়ান্ত না হলেও সেটা যে ইতিবাচক দিকেই এগোচ্ছে তা বেশ ভালোভাবেই জানিয়ে দিয়েছেন তিনি। মার্টিনো বলেন, ‘ইন্টারের সঙ্গে আমার আলোচনা চলছে।’

লিওনেল মেসি ইন্টারের সঙ্গে চুক্তি করাতেই কোচ হওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন মার্টিনো, তা কিন্তু নয়। গত এপ্রিলেই মেজর লিগ সকারের সঙ্গে নিজেকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, এমএলএস সবসময়ই ফলো করেন তিনি এবং ভালো লাগে খেলা দেখতেও। কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব পেলে তা লুফে নেয়ার কথাও বলেছিলেন টাটা। এর আগে আটালান্টা ইউনাইটেডের কোচ ছিলেন মার্টিনো। শিরোপাও জিতেছিলেন ২০১৮ সালে।

সর্বশেষ খবর