ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার আগে নিজেকে গুছিয়ে নিতে সময় চান লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম আর্জেন্টিনিয়ান পাবলিক টেলিভিশনে এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। মিয়ামির সঙ্গে যাত্রা শুরুর আগে, অবকাশ যাপনের জন্য সময় চান মেসি। ক্লাবটির সঙ্গে নতুন উদ্যমে কাজ শুরুর আগে এই অবকাশ গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
একজন লিওনেল মেসিকে নিয়ে পাতার পর পাতা লিখে ফেলা যায় অনায়াসেই। চাইলেই এই আর্জেন্টাইনের বাঁ পায়ের জাদু দেখে কাটিয়ে দেয়া যায় পুরো ১২০ মিনিট। ইউরোপিয়ান ফুটবলের সব জিতে মরুর বুকে ঝড় তুলে জিতে নিয়েছেন আরাধ্যের বিশ্বকাপ ট্রফিটাও। সেই ট্রফিটাই পূর্ণতা দিয়েছে এই আর্জেন্টাইন মহাতারকাকে।
তবে জীবনচক্রে বদলে যায় অনেক কিছু, পরিবর্তন হয় পরিস্থিতির। যে ইউরোপেই রূপকথা ধরা দিয়েছে মেসির, সেই ইউরোপেই বাজতে চলেছে তার বিদায় ঘন্টা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি হতে যাচ্ছে লিওর নতুন ঠিকানা।
মিয়ামির সঙ্গে নতুন পথচলা শুরুর আগে সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যেই হু হু করে বেড়ে চলেছে ক্লাবটির অনুসারীর সংখ্যা। বেড়েছে মিয়ামির নতুন স্টেডিয়াম তৈরির কাজের গতিও। লিওর সংযুক্তি ঘিরে আয়োজনের কোনো কমতি রাখছে না ক্লাব কর্তৃপক্ষ। যদিও মেসির সঙ্গে ডেভিড বেকহ্যামের ক্লাবটির এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর পাওয়া যায়নি। তবে নতুন ক্লাবে যোগ দেয়ার আগে পরিকল্পনা জানিয়েছেন এলএমটেন।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে আর্জেন্টিনিয়ান পাবলিক টেলিভিশনে সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মেসি। শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সের সাবেক সতীর্থ রিকেলমের বিদায়ী সংবর্ধনায় যোগ দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, যুক্তিরাষ্ট্রে যাওয়ার আগে একটা বিরতি চান তিনি।
মেসি বলেন, ‘আমি মিয়ামির সঙ্গে নতুন একটা পথচলা শুরু করতে যাচ্ছি। তবে নতুন এই সফরটা শুরু করার আগে অবকাশ যাপনের জন্য কিছুদিন সময় নিতে চাই। নতুন ক্লাব, নতুন একটা সফরের জন্য একটা ছুটি খুব প্রয়োজন বলে আমি মনে করি। মিয়ামির সঙ্গে যাত্রাটা নিয়ে আমি খুবই আনন্দিত।’
আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়ে কিছু জানা না গেলেও, ক্লাবটির নির্বাহী মালিক হোর্হে মাস জানিয়েছেন, আগামী ২১ জুলাই লিগ কাপের ম্যাচের মধ্য দিয়ে মিয়ামিতে যাত্রা শুরু করতে যাচ্ছেন মেসি। যেখানে লিও প্রতিপক্ষ হিসেবে পাবেন মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে।