Homeখেলাএমবাপ্পের জন্য ২৫০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত লিভারপুল

এমবাপ্পের জন্য ২৫০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত লিভারপুল

গত কয়েক মৌসুম ধরেই কিলিয়ান এমবাপ্পেকে কেনার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকাও বেশ কয়েকটি উপলক্ষে স্প্যানিশ ক্লাবটিতে খেলার আশা পোষণ করেছিলেন। তা সত্ত্বেও গত মৌসুমে এ ফুটবলার পিএসজির সঙ্গে লম্বা চুক্তিতে যান। কিন্তু এখন প্যারিসের ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান তিনি। এই অবস্থায় এমবাপ্পেকে পেতে নাকি ২৫০ মিলিয়ন পর্যন্ত ইউরো খরচ করতে রাজি ইংলিশ জায়ান্ট লিভারপুল।

ফিফা এজেন্ট মার্কো কিরদেমিরের বরাত দিয়ে এমবাপ্পের জন্য লিভারপুলের এই আগ্রহের কথা জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। মার্কাকে কিরদেমির বলেছেন, ‘এমবাপ্পেকে পাওয়ার দৌড়ে লিভারপুলও রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিয়েছে। এমবাপ্পেকে পাওয়ার জন্য ইয়ুর্গেন ক্লপের দল ২৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি।’

গত মৌসুমেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে আলোচনা হয়েছিল বেশ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করেও শেষ পর্যন্ত পিএসজিতেই চুক্তি নবায়ন করেন ফরাসি এ তারকা। জানা গিয়েছিল, কৈশোরের পছন্দের ক্লাবকে এমবাপ্পের না করে দেয়ার পেছনে ‘রাজনৈতিক চাপ’ ছিল।

পিএসজির হয়ে আরও একটি মৌসুম শেষ করেছেন এমবাপ্পে। গত কয়েক মৌসুমের মতো এবারও লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে ফ্রেঞ্চ জায়ান্টরা। তবে মেসি-নেইমার কিংবা এমবাপ্পের মতো তারকাদের নিয়েও চ্যাম্পিয়ন্স লিগে করুণ চিত্র দলটির। ফরাসি ক্লাবটির এই অবস্থা দেখে এমবাপ্পেকে একটি চ্যাম্পিয়ন ক্লাবে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেসি। ফরাসি তারকার মা-ও তাকে রিয়াল মাদ্রিদে দেখতে চান। সে কারণেই হয়তো ২০২৪ সালের পর পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড।

এমবাপ্পেকে পরামর্শ দিয়ে মেসি বলেছেন, ‘আমি চাই তুমি বার্সায় যাও। যদি রিয়াল মাদ্রিদেও যেতে চাও, তবে চলে যাও। তোমার একটা চ্যাম্পিয়ন প্রজেক্ট দরকার।’

এমবাপ্পের মা ফায়জা লেমারি বলেছেন, ‘তার বাবা চায় সে পিএসজিতে থাকুক। আর আইনজীবী এবং আমি চাই সে চলে যাক। তবে আমাদের তিনজন সিদ্ধান্ত দেয়ার কেউ নই। যখন কিলিয়ান কিছু চায়, সেখানে আপনি যা-ই চান, তাতে কোনো লাভ নেই। সে নিজেরটাই করবে।’

সর্বশেষ খবর