অবশেষে সত্যি হলো গুঞ্জন। প্রিমিয়ার লিগ অধ্যায় শেষ করে লা লিগার ক্লাব বার্সেলোনায় যোগ দিলেন ইলকাই গুন্দোগান।
সোমবার (২৬ জুন) এক বিবৃতিতে গুন্দোয়ানকে দলে টানার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বার্সেলোনা।
বার্সার তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ইলকায় গুন্দোগানকে সই করাতে তার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে বার্সেলোনা…তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়ার বিষয়ে দ্রুতই সবকিছু জানাবে ক্লাব।’
সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। সেই দলের অধিনায়ক ছিলেন গুন্দোগান। ক্লাবটির হয়ে দীর্ঘ সাত মৌসুম মাঠ মাতিয়েছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৫ শিরোপা, লিগ কাপের ৪ শিরোপাসহ ৭ মৌসুমে মোট ১৪টি ট্রফি জিতেছেন গুন্দোগান। ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে তিনশর বেশি ম্যাচ খেলেছেন তিনি গোল করেছেন ৬০টি।
এবার তিনি স্বাদ নিতে চান নতুন কোনো লিগের। যার কারণে সিটির সঙ্গে নবায়ন করেননি চুক্তি। জুনে শেষ হতে যাওয়া চুক্তি নবায়ন না করায় তাকে ফ্রি ট্রান্সফারেই দলে টেনেছে বার্সা। ক্যাম্প ন্যুতে দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান মিডফিল্ডার। যার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। ক্লাবটিতে চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন গুন্দোগান। ৩২ বছর বয়সী তারকার রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।