চলতি বছরের আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে থেকেই দর্শক মুখিয়ে ছিল সিনেমাটি দেখার জন্য। তবে মুক্তির পর নানা কারণে বিতর্কে জর্জরিত হয়েছে ‘আদিপুরুষ’। তাই দেখা দিয়েছে দর্শকক্ষরা। আর দর্শকদের হলমুখী করতেই এবার পানির দরে বিক্রি হচ্ছে এর টিকিট।
আনন্দবাজারের খবরে জানা গেছে, ১৬ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জর্জরিত হয়েছে ‘আদিপুরুষ’। প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত এ সিনেমা হিন্দি ছাড়াও মুক্তি পেয়েছে আরও চারটি ভাষায়। প্রথম সপ্তাহ শেষে বক্স অফিস পরিসংখ্যানে খারাপ ব্যবসা না করলেও তার পর থেকেই ‘আদিপুরুষ’-এর গ্রাফ নিম্নমুখী।
এর আগে দুর্বৃত্তদের হামলার শিকার হয় মুম্বাইয়ের একটি হলও। সেখানে বাধ্য হয়ে সিনেমা প্রদর্শন বন্ধ করতে হয়েছিল। নিম্নমানের সংলাপ আর খারাপ ভিএফএক্স এর কারণে সমালোচনার মুখে পরে সিনেমাটি। এছাড়া দেব-দেবীদের অসম্মানের প্রসঙ্গ ও উঠে আসে। প্রতিবাদে সরব হন সাধারণ দর্শক থেকে বহু হিন্দুত্ববাদী সংগঠন।
বক্স অফিসে সিনেমার ভরাডুবি বাঁচাতে সপ্তাহের মাঝেই টিকিটের দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। মুক্তির আগে যে টিকিটগুলির দাম ২০০০ ছাড়িয়ে ছিল, তার দাম কমতে কমতে ১১২ রুপিতে ঠেকেছে।এখনও পর্যন্ত ‘আদিপুরুষ’-এর হিন্দি সংস্করণের মোট উপার্জন মাত্র ২৬৮ কোটি রুপি। যদিও টি-সিরিজ়ের দাবি, বিশ্ব জুড়ে মুক্তির আগেই ৪১০ কোটি রুপি রোজগার করে ফেলেছে ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমা। এদিকে সিনেমা দ্বিতীয় পর্ব তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ওম রাউত। এবারও কি প্রভাসকে দেখা যাবে রামের চরিত্রে?