ফুটবল তারকাদের স্রোত যেন তীব্র গতিতে সৌদি আরবের দিকে যাচ্ছে। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পরে করিম বেনজেমা, এনগোলো কন্তে; এবার কালিদু কুলিবালি। এ তালিকায় আরও নাম যুক্ত হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই, সেটি বললে অত্যুক্তি করা হবে না।
চেলসি ছেড়ে আল-হিলালে নাম লিখিয়েছেন সেনেগালের ৩২ বছর বয়সী ডিফেন্ডার কুলিবালি। রোববার (২৫ জুন) সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় চেলসির এই ডিফেন্ডারকে দলে নেয়ার বিষয়টি জানায় আল-হিলাল।
২০২২ সালের জুলাইয়ে চেলসিতে যোগ দিয়েছিলেন কুলিবালি। সেখানে চার বছর থাকার কথা ছিল সেনেগালের এই ফুটবলারের। তবে এক বছরের আগেই দল বদলিয়ে সৌদি আরবে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিলেন কুলিবালি। চেলসিতে থাকাকালীন ৩২ ম্যাচ খেলে ২ গোল করেন তিনি।
জানা গেছে, আল-হিলালে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছেন কুলিবালি। ব্রিটিশ মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২৩৩ কোটি টাকার ওপরে (১৭ মিলিয়ন পাউন্ড) খরচ করে এই খেলোয়াড়কে দলে নিয়েছে আল-হিলাল।
নতুন দলে যাওয়ার ঘোষণার পরে কুলিবালি বলেছেন, ‘আমি এখানে তাদের সঙ্গেই আছি, যারা বর্তমান এবং ভবিষ্যতে আলো ছড়াবেন।’ এ দিকে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা একসঙ্গে মিলে ইতিহাস গড়তে চাই।’
কাতার বিশ্বকাপের পরে আল-নাসরে যোগ দেন রোনালদো। এরপরে আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি করেছেন বেনজেমা ও কন্তে। আর কুলিবালি পরে এ তালিকায় যুক্ত হতে আরও অনেকের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে নেইমার জুনিয়র ও হাকিম জিয়েশদেরও নাম রয়েছে।