গ্রীষ্মের দলবদল শুরু হওয়ামাত্র পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ক্লাব ছাড়ার আগে পিএসজির সঙ্গে সম্পর্ক ঠেকেছিল তলানিতে। ক্লাব ছাড়ার পর পিএসজিতে নিজের সময়টা নিয়ে যা বলেছেন মেসি তা ভালো লাগার কথা না ক্লাবটির। তবে ক্লাবটির ইতিহাসে খেলে যাওয়া সবচেয়ে বড় তারকার জন্মদিনে সব তিক্ততা ভুলে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
২৪ জুন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ৩৬তম জন্মদিন। তার জন্মদিনে টুইটারে বিশেষ এক বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার সদ্য সাবেক ক্লাব পিএসজি। টুইটারে এই ভিডিও বার্তা এমন সময় পাঠাল ক্লাবটি যখন কিলিয়ান এমবাপ্পেকে হারানোর শঙ্কায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। আগামী মৌসুমে নতুন করে আর পিএসজির সঙ্গে চুক্তি করবেন না বলে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।
চলতি গ্রীষ্মে দলবদলের বাজারে হটকেক এমবাপ্পে। আগামী মৌসুমে পিএসজি ছাড়তে চান তিনি। কিন্তু পিএসজি ফ্রি ট্রান্সফারে সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে নারাজ। তাই এই দলবদলেই তাকে বিক্রির চেষ্টা করছে ক্লাবটি। মূলত পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ব্যর্থতা ও ক্লাবটির পরিকল্পনা তার ব্যালন ডি’অর জয়ের জন্য সুবিধাজনক নয় বলেই ক্লাব ছাড়তে চান এমবাপ্পে। আর তার এমন চিন্তার পেছনে অনেকেই দেখছেন মেসির দায়।
সংবাদমাধ্যমের দাবি, মেসি পিএসজি ছাড়ার আগে এমবাপ্পেকে পিএসজি ছাড়ার পরামর্শ দিয়ে গেছেন। তার বড় কিছু অর্জন করতে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যাওয়া উচিত বলে পরামর্শ মেসির। ক্লাবের প্রাণভ্রমরাকে এমন পরামর্শ দেওয়ায় ক্লাবটি মেসির ওপর নাখোশ হবে বলেই মনে করা হয়েছিল। তাই মেসির জন্মদিনে পিএসজির পক্ষ থেকে শুভকামনা জানানোটা বিস্ময়কর বটে!
সদ্য সমাপ্ত মৌসুমে মেসির দল ছাড়াটা বলতে গেলে অনুমিতই ছিল। ক্লাবের অনুমতি ছাড়াই সৌদি আরব সফর এবং এরপর ক্লাবের নিষেধাজ্ঞা প্রদানের পর দুইপক্ষের সম্পর্কই তলানিতে পৌঁছে। ক্লাবটি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করার পাশাপশি জানিয়েও দেয় যে, তার সঙ্গে নতুন করে চুক্তি করা হবে না আর। এরপর প্রকাশ্যে ক্ষমা চেয়ে মেসি আবার মাঠে ফিরলেও মৌসুমের বাকি সময় পিএসজি সমর্থকদের একটা অংশ উপর্যুপরি দুয়ো দিয়েছে মেসিকে।
দলবদল শুরু হতেই জোরাল গুঞ্জন উঠেছিল যে, মেসি মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছেন। তবে শেষমেশ মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। ২১ জুলাই লিগ কাপের ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের লিগে অভিষেক হওয়ার কথা মেসির।