Homeজেলাপাংশার মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ

পাংশার মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ

রাজবাড়ী প্রতিনিধি।।

রাজবাড়ীর পাংশায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। দোকানে নেই কোনো মূল্য তালিকা। তার ওপর প্রতিকেজি মিষ্টির খালি প্যাকেটের ওজন ২০৫ গ্রাম। স্বাস্থ্যের ঝুকি ও ওজনে প্রতারণা, এই উভয় সঙ্কটের শিকার সাধারণ ক্রেতারা।

পাংশা পৌর শহরের উপজেলা সড়কের মাহামুদ প্লাজা সামনে জোনাব দধি ভান্ডার। তার কাখানায় গেলে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন কর্মচারিরা। অপরিস্কার ও স্যাঁতসেতে দুর্গন্ধময় স্থানে থরে থরে সাজানো রয়েছে ঈদ উপলক্ষে প্রস্তুত মিষ্টি। চারিদিকে ভনভন করছে মাছি। শহরের অধিকাংশ মিষ্টির কারখানাগুলোতেও একই পরিবেশ বিরাজ করছে।

কয়েকজন ক্রেতা বলেন, আমরা দোকানের চাকচিক্য দেখে পণ্য ক্রয় করি। কিন্তু ভিতরের পরিবেশ দেখার দায়িত্ব প্রশাসনের। তারা দায়িত্ব পালন করেলেই ক্রেতারা নিরাপদ থাকবেন।

এদিকে ওজনে কম দেওয়ার অভিযোগও উঠেছে দোকান গুলোর বিরুদ্ধে। দেখা যায় ১৩৫-২০৫ গ্রাম ওজনের প্যকেটসহ ওজন করা হচ্ছে মিষ্টি। ফলে প্রতারিত হওয়াই যেন নিয়তি বলে দাবি করছেন ক্রেতারা। প্রশাসনের সামনেই এসব ঘটলেও বছরে দুই একবার সামান্য জরিমানা ছাড়া কোন ব্যবস্থা নেওয়া হয় না। ফলে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।

এবিষয়ে জোনাব দধি ভান্ডারের মালিকে ছেলে সজিব মন্ডল বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারব না।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ভোক্তা অধিকারের মাধ্যমে নিয়মিত মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর