জোরালো গুঞ্জন উঠেছিল মেসির বার্সেলোনাতে ফেরার। তবে সমর্থকদের হতাশ করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন লিওনেল মেসি। যাকে ঘিরে দলবদলের সকল পরিকল্পনা করা হয়েছিল, সেই মেসি না আসায় বেশকিছু তরুণ এবং অভিজ্ঞ ফুটবলারদের কেনার পরিকল্পনা করেছে বার্সেলোনা। পাশাপাশি বেশকিছু ফুটবলারকে ইতিমধ্যে দলেও টেনেছে তারা।
যাদের ইতিমধ্যে দলে নিয়েছে বার্সেলোনা
২০২২-২৩ মৌসুম শেষ হওয়া আগেই অ্যাতলেটিক বিলবাও থেকে বিনামূল্যে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে চুক্তি করিয়েছে বার্সেলোনা। গত মৌসুমেই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এই স্প্যানিশ ডিফেন্ডারের। ফলে নতুন করে আর তাদের সঙ্গে চুক্তি করেননি।
এদিকে বুধবার (২১ জুন) ফ্রি ট্রান্সফারে বার্সায় আসার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির জার্মান অধিনায়ক ইল্কে গুন্দোগান। আর ১৯ বছর বয়সি সেনেগালের প্রতিভাবান সেন্ট্রাল ডিফেন্ডার মিকাইল ফায়েকেও দলে ভিড়িয়েছে হুয়ান লাপোর্তার বার্সেলোনা।
গুঞ্জন রয়েছে যাদের নিয়ে
৪৫ মিলিয়ন ইউরোয় ব্রাজিলের ক্লাব আতলেতিকো পারানায়েন্সে থেকে ‘নতুন রোনালদো’ খ্যাত ভিতর রকি’কে বার্সায় নিয়ে আসার চুক্তি একপ্রকার পাকাপাকি। এ ছাড়াও দলে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে রয়েছেন জাভি। কারণ সেই পজিশনে খেলা সার্জিও বুটকেতস ক্লাব ছেড়েছেন।
সেই পজিশনের জন্য জাভির পছন্দের তালিকায় রয়েছেন ম্যানচেস্টার সিটির রদ্রি, ইন্টার মিলানের মার্সেলো ব্রোজোভিচ, রিয়াল সোসিয়েদাদের মার্তিন জুবিমেন্দি ও ফিওরেন্তিনার মরোক্কান মিডফিল্ডার সোফিয়ান আমরাবাট।
তবে বার্সেলোনা যত খেলোয়াড়ই চুক্তি করাক না কেন, এখনই তাদের রেজিস্ট্রেশন করাতে পারবে না। কারণ, লা লিগার ফেয়ার প্লে পলিসি অনুযায়ী বর্তমান খেলোয়াড়দের বেতন কমানো, খেলোয়াড় বিক্রি বা ধারে অন্য ক্লাবে পাঠানো এবং নতুন আয়ের উৎস খোঁজাসহ একাধিক হিসাব মেলাতে হবে ক্লাবটির। আর এ কাজ তাদের করতে হবে নতুন মৌসুম শুরুর আগে, অর্থাৎ ১২ আগস্টের মধ্যে। আগামী ১৩ আগস্ট শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম।