গত জানুয়ারি মাস থেকে স্পেনের জেলে আটক আছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানি আলভেস। ধর্ষণের অভিযোগে স্পেনে আটক করা হয় তাকে। মাঝে পাঁচ মাস কেটে গেছে। অবশেষে ধর্ষণের ঘটনাসহ নানা বিষয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।
স্প্যানিশ সাংবাদিক মায়কা নাভারোকে জেলে বসে একটি সাক্ষাৎকার দিয়েছেন আলভেজ। সেই সাক্ষাৎকারে আলভেস অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী সেই নারীকে ক্ষমা করে দেয়ার কথা বলেছেন। পাশাপাশি নিজের স্ত্রীর কাছেও ক্ষমা চেয়েছেন।
সাক্ষাৎকারে ধর্ষণের অভিযোগে প্রথমেই কথা বলেছেন আলভেস। সেখানে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বলেন, ‘আমি স্বেচ্ছায় কাউকে আঘাত করিনি, সেই রাতেও করিনি। আমি জানি না সে সজ্ঞানে আছে কি না। রাতে তার ভালো ঘুম হয় কি না। কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি।’
শুরু থেকেই আলভেজ নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। এবার মায়কা নাভারোকে দেয়া সাক্ষাৎকারে আলভেস সেদিন রাতে বাথরুমে কি হয়েছিল তা জানিয়েছেন। আলভেস বলেন, ‘আমি কী ভাবছি সেটা সবাইকে জানানোর সুযোগ আমি দিতে চাই। আমি আপনাদের জানাতে চাই সেদিন কী ঘটেছিল এবং বাথরুমে কী হয়েছিল। এখন পর্যন্ত ভীতিকর এক গল্পই সবাইকে শোনানো হয়েছে এবং আতঙ্কের কথা বলা হয়েছে। যা ঘটেছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এমনকি আমি যা করেছি তার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।’
আলভেজ সেই রাতের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমরা কথা বলার পর আমি বাথরুমে যাওয়ার কথা বলেছিলাম। মেয়েটিকে বলেছিলাম, আমি আগে বাথরুমে গিয়ে তার জন্য অপেক্ষা করব। এরপর যা হয়েছে তা সে ইচ্ছা করলেই আমাকে থামাতে পারত। কারণ পুরো সময়টাতে দরজা খোলা ছিল। সে চাইলেই চলে যেতে পারত।’
এই ঘটনা ব্যাখ্যা করার পর আলভেস তার স্ত্রী হোয়ানা সাঞ্জর কাছেও ক্ষমা চেয়েছেন। আলভেস বলেছেন, সবাই জানে এখন সে রাতে কি হয়েছিল। ফলে সবার সামনে তার ক্ষমা চাওয়াটাও প্রাপ্য।