Homeজেলারাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পরেছে ২৯ কেজির বাগাড় মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পরেছে ২৯ কেজির বাগাড় মাছ

মিঠুন গোস্বামী , রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী ১২শত টাকা কেজি দরে  মাছটি প্রকাশ্য নিলামে কিনে নেন।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬ টার দিকে দৌলতদিয়া ৪ ও ৫ নং ফেরী ঘাটের মাঝামাঝি পদ্মা নদীর এলাকায় মাছটি ধরা পরে।
এরপর সকাল ৮ টার দিকে দৌলতদিয়া ঘাটে রওশনের আড়ৎ থেকে প্রকাশ্য নিলামে ২৯ কেজির বাগাড় মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান , ২৯ কেজির বাগাড় মাছটি ৩৪ হাজার ৮০০ টাকায় কিনেছি। পদ্মা নদীর পানিতে দড়ি দিয়ে তাজা মাছটি বেধে রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছি। সামান্য কিছু লাভে বিক্রি করবো।
Exit mobile version