মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি||
দুই দিন পার হলেও পদ্মা নদীর ক্যানালে গোসল করতে নেমে নিখোঁজ রবিন শেখ(১১) সন্ধান মেলেনি।
এর আগে গত মঙ্গলবার(২০ জুন)সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ক্যানাল ঘাট এলাকার পদ্মার একটি শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটি ক্যানাল ঘাট এলাকার কাইমউদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখ ও ময়না বেগম দম্পতির ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে,রবিন সকালে তার বড় বোনের ছেলে আহাদ শেখের সাথে পদ্মা নদীর ক্যানাল ঘাট এলাকায় গোসল করতে নামলে স্রোতে সে পানিতে তলিয়ে যায়।এসময় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসকে খবর দেই।খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু রবিন নিখুঁজ রয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছি।গতকাল সারাদিন আমাদের উদ্ধার চেষ্টা অব্যহত ছিলো।আজকে আবারও উদ্ধার অভিযান চালছে।আমাদের সাথে মানিকগঞ্জের ডুবুরি টিম কাজ করছে।