Homeজেলাশেরপুরের খামারকান্দি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

শেরপুরের খামারকান্দি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

শেরপুরের খামারকান্দি ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে খামারকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মোমিন এই চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোমিনুল হক, ইউপি সচিব মোঃ আব্দুস সালাম, সকল ইউপি সদস্যবৃন্দসহ অনেকে।

এ বিষয়ে খামারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মোমিন বলেন, ‘বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে মানবিক সাহায্যের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। আমরা আগেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করেছি। তাই চাল বিতরণে কোন ধরণের বিশৃঙ্খলা বা অনিয়ম হবে না। এবারে এই কর্মসূচীর আওতায় ১ হাজার ১৮৪ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে মোট ১১.৮৪০ মেঃ টন চাল বিতরণ করা হবে।‘

সর্বশেষ খবর