শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বালিয়ামারী- কালাইয়ের চর বর্ডার হাটের নবায়ন বঞ্চিত ক্রেতা কার্ডের নবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবায়ন বঞ্চিত ক্রেতারা।
সোমবার (১৯ জুন) সকালে শিশু পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন নবায়ন বঞ্চিত ক্রেতারা।
এসময় নবায়ন বঞ্চিত ক্রেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে আমরা আমাদের বর্ডার হাটের কার্ড নবায়ন থেকে বঞ্চিত। শুরু থেকে দুই হাজার সাতশত কার্ড থাকলেও পরে নবায়ন করা হয় ছয়শত কার্ড। আমাদের নবায়ন বঞ্চিত করা হয়েছে। এখন আমাদের দাবি- নতুন করে যে আবার নবায়ন আহবান করা হয়েছে এবার আমাদের কার্ডও নবায়ন দেওয়া হোক। তা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।
রাজীবপুরে বর্ডার হাটের নবায়ন বঞ্চিত ক্রেতা কার্ডের নবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বক্তব্য রাখেন নাগরিক সমাজের সভাপতি আব্দুস সবুর ফারুকী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক গোলাম কিবরিয়া,যুবলীগের সভাপতি আজিবর রহমান মাষ্টার,রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সদস্য সচিব শিপন মাহমুদ।
মানববন্ধনের এক পর্যায়ে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এসে আন্দোলনরত ক্রেতা কার্ডধারীদের আশ্বাস দিয়ে বলেন, আমি ডিসি স্যার-এর সাথে কথা বলেছি। আপনাদের কী চাওয়া আমাকে লিখিত আকারে দিন। আমি স্যারকে পাঠাবো।
পরবর্তীতে নবায়ন বঞ্চিত ক্রেতারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেন।