রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে শহরের উপজেলা পরিষদ প্রাঙ্গনে রৌমারী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি এসএম সাদিক হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহ আ: মোমেন, করতোয়া প্রতিনিধি শওকত আলী মন্ডল, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেন, জবাবদিহি প্রতিনিধি শফিকুল ইসলাম, সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, শিক্ষা ডটকম এর প্রতিনিধি সাখওয়াত হোসেন সাখা, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি হাসাুনজ্জামান আংগুর, গণমানুষের আওয়াজ ইউনুস আলী, তথ্যধারা প্রতিনিধি সাইফুল ইসলাম, মিন্টু মিয়া, লিটন সরকার, শাকিল আহমেদ, আব্দুল কাইয়ুম, নাজমুল আলম, আবু তৈয়বুর রহমান আকাশসহ স্থানীয় সর্বস্তরের জণগণ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিক হত্যার শিকার হচ্ছেন। দেশে আর কত সাংবাদিক হত্যার স্বীকার হবে? গুটিকয়েক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা বলেন, নাদিম হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তিসহ ফাঁসির দাবিও জানান তারা।