Homeজেলালক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন (রোববার) সকালে সদর হাসপাতালে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

এসময় জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মোরশেদ আলম হিরু জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির জানান, লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার ৬৩৬ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । এর মধ্যে (৬-১১) মাস বয়সী ৩৩৬৮৫ জন এবং (১২-৫৯) মাস বয়সী ২৬২৯৫১ জন শিশু।

জেলায় সদরসহ ৫ টি উপজেলা ও একটি পৌরসভায় ১৪৮০ টি কেন্দ্রে,২২২ জন স্বাস্থ্য সহকারী,২৯৬০ জন স্বেচ্ছাসেবক ও ১ম সারির ১৮৪ জন সুপারভাইজার এই ক্যাম্পেইনে থাকবে।

সর্বশেষ খবর