ইউরো বাছাইয়ে রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ক্লাব ফুটবলের মৌসুম শেষে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সিআরসেভেন। জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন নিজের ১৯৯তম ম্যাচ।
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের লক্ষ্য দলের। পর্তুগালের স্তাদিও দো স্পোর্ট এ বেনফিকায় ম্যাচটি শুরু হবে শনিবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামছে ফুটবলাররা। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সামনে রেখে চলছে দলগুলোর প্রস্তুতি। অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও।
সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে চলতি মৌসুমের ব্যস্ততা শেষে এবার দেশের হয়ে প্রতিনিধিত্বের দায়িত্ব সিআরসেভেনের। বয়স ৩৮ হলেও, মাঠের পারফরম্যান্সে এখনো সেই আগের তেজ। বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিল, পর্তুগালের হয়ে হয়তো ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে পর্তুগিজ বরপুত্র রনের। তবে, ইউরো বাছাইয়ে স্কোয়াডে রোনালদোর উপস্থিতি ভক্তদের মনে আশার সঞ্চার ঘটিয়েছে।
ইউরো বাছাইয়ে বসনিয়ার বিপক্ষে ম্যাচে আলাদা নজর থাকবে রোনালদোর দিকেই। জাতীয় দলের জার্সিতে ১৯৯তম ম্যাচটিতে মাঠে নামার প্রহর গুনছেন সিআরসেভেন।
ইউরো বাছাইয়ে বসনিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানটা পর্তুগালের পক্ষেই কথা বলছে। এর আগে ইউরো বাছাইয়ে দুবারের দেখায় একটিতে জয় পেয়েছে সেলেকাও। ‘জে’ গ্রুপে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই জয় আছে রবার্তো মার্তিনেজ শিষ্যদের। লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জয় নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান পর্তুগিজদের।
এদিকে, রোনালদোর সঙ্গে কোচ মার্তিনেজ স্কোয়াডে পাচ্ছেন ফেলিক্স, বার্নান্দো সিলভা, গনসালো রামোসদের। নুনো মেন্দেস ইনজুরিতে থাকায় রাফায়েল গুরেইরোকে রেখে স্কোয়াড সাজাচ্ছেন কোচ।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে রবার্তো মার্তিনেজ বলেন,
খেলোয়াড়দের যাচাই করার তিনটি ধরন রয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্স, কমিটমেন্ট আর অভিজ্ঞতা। ক্রিস্টিয়ানো একজন ফুটবলার যার মধ্যে সবকিছু আছে। তিনি পর্তুগাল ফুটবল তথা পুরো বিশ্বের জন্য উদাহরণ। পেপে, রোনালদো তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের ভালো ফলাফল এনে দিতে পারবে। তবে, বসনিয়াও শক্ত প্রতিপক্ষ। আমাদের ফুটবলাররা ভালো ফর্মে আছে।
তারকা ফুটবলারদের দলে পাওয়ায় ম্যাচটা রোমাঞ্চকর হবে বলেও মনে করেন পর্তুগাল কোচ।