দলের বড় তারকা নেইমার জুনিয়র রয়েছেন ইনজুরিতে। তাকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ফিফা র্যাংকিংয়ের ৭৯ নম্বর দল গিনি। কাতার বিশ্বকাপের পরে মরক্কোর বিপক্ষে হেরেছিল ব্রাজিল। তাই এবার গিনির বিপক্ষে ভুল করতে চায় না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত দেড়টায় স্পেনের বার্সেলোনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও গিনি। ম্যাচটিতে সেলেসাও বাহিনী সেরা না হলেও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে।
ব্রাজিলের গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে অ্যালিসন বেকারকে। যদিও সম্প্রতি ট্রেবলজয়ী এদারসন রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবে ভরসার জায়গা হয়তো কেড়ে নিবেন অ্যালিসন। আবার পরিবর্তন আসলেও আসকে পারে এই জায়গাটিতে।
সেলেসাওদের রক্ষণে ভ্যানডারসন, ইবানেজ, এদের মিলিতাও এবং অ্যালেক্স তেলেসকে দেখার সম্ভাবনা বেশি রয়েছে। আর মধ্য মাঠে ভরসার নাম হতে পারেন লুকাস পাকেতা, ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেজ।
আক্রমণে অলিখিতভাবে এগিয়ে থাকবেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। এছাড়া ভিনি-রদ্রিগোর সঙ্গে রিচার্লিসনকে দেখা যেতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার
ডিফেন্ডার: ভ্যানডারসন, ইবানেজ, এদের মিলিতাও, অ্যালেক্স তেলেস।
মিডফিল্ডার: লুকাস পাকেতা, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেজ।
ফরোয়ার্ড: রদ্রিগো, রিচার্লিসন, ভিনিসিউস জুনিয়র।