Homeআন্তর্জাতিকফ্রান্স থেকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ যায় যুক্তরাষ্ট্রে

ফ্রান্স থেকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ যায় যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হারবারের একটি দৃশ্য সবারই অতি পরিচিত। বিশাল এক মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রোমান দেবী লিবার্তাস। ভাস্কর্যটি ‘স্ট্যাচু অব লিবার্টি’ নামে পরিচিত। এটি দাঁড়িয়ে আছে নিউইয়র্কের লিবার্টি আইল্যান্ডে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকানসহ সব পর্যটককে স্বাগত জানায়। খবর হ্যান্স ইন্ডিয়ার।

বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেয়া হয়। স্ট্যাচু অব লিবার্টির মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট। তবে বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট। রোমান দেবী লিবার্তাসের আদলে গড়া ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।

ভাস্কর্যটি তৈরির জন্য পৃথকভাবে ৩৫০টি অংশ বানানো হয়। স্ট্যাচু অব লিবার্টির সেই অংশগুলো নিয়ে ফ্রান্স থেকে একটি জাহাজ ১৮৮৫ সালের ১৭ জুন নিউইয়র্কে পৌঁছায়। পরে পৃথক অংশগুলো একে একে যুক্ত করে পুরো ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

‘স্ট্যাচু অব লিবার্টি’ নামে বিশ্ববাসী মূর্তিটিকে চিনলেও এর প্রকৃত নাম ‘লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড’। বহু লোকের নিরলস পরিশ্রম ও ধৈর্যের ফসল এই ভাস্কর্য আজ মার্কিনদের জাতীয়তাবোধের এক অবিচ্ছেদ্য অংশ।

স্ট্যাচু অব লিবার্টির মোট ওজন ২২৫ টন বা ৪৫ হাজার পাউন্ড।

সর্বশেষ খবর