Homeখেলাইন্দোনেশিয়ায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেল বিশ্ব জয়ী আর্জেন্টিনা

ইন্দোনেশিয়ায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেল বিশ্ব জয়ী আর্জেন্টিনা

ফিফা প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। দেশে পা রাখার পর ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন লিওনেল স্ক্যালোনির শিষ্যদের স্বাগত জানিয়ে বরণ করে নিয়েছে। উষ্ণ অভ্যর্থনা দেয়ার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউও তাপিয়া ধন্যবাদ দিয়েছেন ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনকে।

আর্জেন্টিনা দল ইন্দোনেশিয়ায় গেলেও সঙ্গে ছিলেন না সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনি যে থাকবেন না, তা আগেই জানা গিয়েছিল। মেসির পাশাপাশি ইন্দোনেশিয়া সফরে নেই অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। এই তিন তারকাকে ছাড়াই ১৯ জুন স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হলেও তা অনুষ্ঠিত হয়েছিল চীনের ওয়ার্কার্স স্টেডিয়ামে। ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল

এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, জার্মান পাজেলা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস আকুনা, লিয়ান্দ্রো প্যারাদেস, এনজো ফার্নান্দেজ, গুইডো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাডা, জিওভানি লো সেলসো, ফাকুন্দো বৌনানত্তে, লুকাস ওকাম্পোস, হুলিয়ান আলভারেজ, জিওভান্নি সিমিওনে, আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেস।

সর্বশেষ খবর