Homeখেলাকোথায় গেল মেসির আরেকটি আঙুল!

কোথায় গেল মেসির আরেকটি আঙুল!

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর আর্জেন্টিনা দলের জনপ্রিয়তা বেড়েছে আরও। লিওনেল মেসির হাতে আকাঙ্ক্ষিত সোনালী ট্রফিটি ওঠার মধ্য দিয়ে যেন পূর্ণতা পেয়েছে ফুটবল। বিশ্বজয়ী আর্জেন্টিনা দল ও মেসির খেলা দেখতে তাই মুখিয়ে বিশ্ব। এশিয়া সফরে থাকা আর্জেন্টিনা প্রীতিম্যাচ খেলতে অবস্থান করছে চীনের বেইজিংয়ে।
বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ছয়টায় মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ ষোলোর পর তারা আরও একবার মুখোমুখি অস্ট্রেলিয়ার।

চীনের বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামের এই ম্যাচ নিছক প্রীতিম্যাচ হলেও আর্জেন্টিনার জোচ লিওনেল স্ক্যালোনির কাছে কম গুরুত্বপূর্ণ নয়। ২০২৬ এর বিশ্বকাপের বাছাই পর্বের আগে দল গুছিয়ে নিতে খুব বেশি সময় পাবেন না তিনি। তাই তার আগে খেলোয়াড়দের পরখ করে নিতে চান এশিয়া সফরে এই দুই প্রীতিম্যাচেই।

আর্থিকভাবেও ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বচ্যাম্পিয়ন দলের চীন সফর দারুণ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। দেশটির ফুটবল সমর্থকরা মুখিয়ে আছে মেসি-ডি মারিয়াদের খেলা দেখতে। যার থেকে আর্থিকভাবে লভবান হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চীনের সমর্থকরা বিশ্বচ্যাম্পিয়ন মেসিকে দেখতে মুখিয়ে আছে সেটা তো পুরনো খবর। দেশটিতে তাকে নিয়ে জনতার আগ্রহ রীতিমতো উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেছে। যার প্রমাণ হিসেবে এই ম্যাচ সামনে রেখে তারা বানিয়েছে দুটি স্মারক ট্রফি, যা ম্যাচ শেষে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া দুই দলের হাতে তুলে দেওয়া হবে।

দারুণ আকর্ষণীয় এই দুটি ট্রফি দেখতে একই রকম। ট্রফি দুটিতে জায়গা পেয়েছেন দুই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা। এই ট্রফিতে দেখা যায় পাশাপাশি দাঁড়ানো মেসি ডানহাতে ও ম্যারাডোনা বাঁ হাতে আলাদা আলাদা দুটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে রেখেছেন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ দুটি বিশ্বকাপই এসেছে এই দুই কিংবদন্তির হাত ধরে। ১৯৮৬ সালে ম্যারাডোনা একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেন। আর তার ৩৬ বছর পর গত বছর লিওনেল মেসির হাত ধরে কাতারে ফের বিশ্বচ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।

ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন বল সদৃশ মেসি-ম্যারাডোনার এই যুগল ভাস্কর্য সম্পূর্ণটাই স্বর্ণ নির্মিত। ভাস্কর্যের একদম নিচের দিয়ে খোদাই করে ইংরেজিতে লেখা হয়েছে – ‘ফুটবলের রাজারা’।

দারুণ এই ট্রফি মুগ্ধতা জাগানোর পাশাপাশি জন্ম দিয়েছে কৌতূহলেরও। কারণ ট্রফিতে থাকা মেসির প্রতিমূর্তিটির বাঁ হাতের অনামিকা আঙুলটি গোঁড়া থেকেই ভাঙা! তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা।

সর্বশেষ খবর