ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র অলেক্সান্ডার ভিলকুল। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই।
মঙ্গলবার (১৩ জুন) টেলিগ্রামে মেয়র এ তথ্য জানান। খবর আল জাজিরার। টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, রুশ বাহিনীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, মঙ্গলবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন মারা গেছেন। তবে একটি পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়ে রয়েছে।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ক্রিভি রিহ শহর অবস্থিত। ওই অঞ্চলের গভর্নর সের্হি লিসাক টেলিগ্রামে একটি ছবি শেয়ার করে তাৎক্ষণিকভাবে বলেছিলেন, শহরটিতে রাশিয়ার আক্রমণের ফলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে।
লিখেন, ‘হামলায় মানুষ নিহত এবং আহত হয়েছেন’। পরিস্থিতি এখনও ‘বিপজ্জনক’ হওয়ায় বিমান হামলার সতর্কতা উপেক্ষা না করার জন্য জনগণকে অনুরোধও করেন সের্হি লিসাক।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলার চেষ্টা আকাশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ব্যর্থ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।