চীনে পা রেখেই বিপাকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বেইজিংয়ের একটি গণমাধ্যম বলছে, আর্জেন্টিনার পরিবর্তে স্প্যানিশ পাসপোর্ট আনায় বেশকিছু সময় তাকে বেইজিং বিমানবন্দরে অবস্থান করতে হয়। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা।
১৫ জুন ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। চীনের বেইজিংয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। বিশ্ব চ্যাম্পিয়নদের স্বচক্ষে দেখতে উৎসুক ছিল ভক্তরা। তবে বেইজিং বিমানবন্দরে লিওনেল মেসি আর্জেন্টিনার পরিবর্তে স্প্যানিশ পাসপোর্ট নিয়ে যাওয়ায় বেশকিছু সময় বিমানবন্দরে অবস্থান করতে হয়। পরে বিষয়টি সমাধান করে কর্তৃপক্ষ।
চীনের বেইজিং এখন মেসি জ্বরে ভুগছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। যেখানে প্রায় ৬৮ হাজার দর্শকের সৌভাগ্য হবে লিওনেল মেসিসহ বিশ্ব চ্যাম্পিয়নদের স্বচক্ষে দেখার। এরই মধ্যে বেইজিংয়ের সড়কগুলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের ছবি দিয়ে সাজানো হয়েছে।
এদিকে মেসিরা বেইজিং পা রাখতেই সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। ৭ বারের ব্যালন ডি’অর জয়ী এলএমটেনকে কেন্দ্র করে বিভিন্ন মিথ্যে বিজ্ঞাপন করা হচ্ছে। লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করতে মোটা অঙ্কের অর্থ দাবিসহ কম অর্থে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো লোভনীয় প্রস্তাব দিচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন। এসব থেকে জনসাধারণকে সচেতন করেছে স্থানীয় পুলিশ।
এদিকে প্রীতি ম্যাচ সামনে রেখে বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা। অনুশীলনে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও। ইন্টার মিয়ামিতে যাওয়ার আগে আস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন লিও।