ম্যানচেস্টার সিটির ‘তুরুপের তাস’ আর্লিং হলান্ড, এ কথা বললে অত্যুক্তি করা হবে না। কিন্তু সেই ম্যাচ চেঞ্জারকে ভয় পান না ইন্টার মিলানের সেন্টার ব্যাক ফ্রান্সিসকো অ্যাকারবি। যিনি ক্যানসারকে জয় করে মাঠের খেলায় ফিরেছেন।
শনিবার (১০ জুন) রাত ১টায় তুরস্কের ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ম্যাচটির জন্য মুখিয়ে রয়েছেন সারাবিশ্বের ফুটবল ভক্তরা।
এ দিকে সিটি-মিলান ম্যাচকে ঘিরে নানা জল্পনা-কল্পনার পারদ এখন তুঙ্গে রয়েছে। দুই দলের কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রা যেকোনো কথা বললেই মুহূর্তই সেটি খবরের শিরোনাম হয়ে যাচ্ছে। তেমনই এক খবর এসেছে মিলানের খেলোয়াড় অ্যাকারবিকে নিয়ে।
২০১৪ সালে কেমোথেরাপি নেয়া এই খেলোয়াড় ২০২২ সালে মিলান শিবিরে যোগ দেন। ক্যানসারের আগে এবং পরে ঘটনাবহুল জীবন যাপন করেছেন অ্যাকারবি। যেখানে তার অনিয়ন্ত্রিত জীবনের লাগাম টানেন ক্যানসার সেরে ওঠার পরে। মাঠে ছড়িয়েছেন ফুটবল দ্যুতি। ২০২০ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছেন।
এবার অপেক্ষা ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়া। কিন্তু হলান্ডের বিপক্ষে সেটি হবে চ্যালেঞ্জের বিষয়। তবে জীবনযুদ্ধে জয়ী অ্যাকারবি হেরে যাওয়ার পাত্র নয়। হলান্ডকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করবেন ইন্টারের এই ফুটবলার, এমনটাই ক্লাবটির সমর্থকদের প্রত্যাশা।
নিজের সম্পর্কে ফ্রান্সিসকো অ্যাকারবি বলেছেন, ‘ক্যানসার আমার জীবনের দ্বিতীয় অধ্যায় রচনা করেছে। যে অধ্যায়কে চ্যালেঞ্জের সঙ্গে আমি সামনে এগিয়ে নিচ্ছি। যেখানে আমি কোনো কিছুর ভয় করি না।’