লিওনেল মেসি নিজেই বার্সেলোনায় যেতে চাননি বলে মন্তব্য করেছেন তার সাবেক আর্জেন্টাইন সতীর্থ কার্লোস তেভেজ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা নাকি বার্সায় গিয়ে দলের অন্য ফুটবলারদের সমস্যার কারণ হতে চাননি।
৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে মেসির। এরপর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখান তিনি। তার আগে গুঞ্জন উঠেছিল, মেসি যোগ দিতে পারেন শৈশবের ক্লাব বার্সেলোনায়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।
মেসি বার্সায় গেলে তার বেতন কমানো লাগত। বেতন কমতে পারতো বার্সেলোনার অন্য ফুটবলারদেরও। তাই নাকি মেসি স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার চিন্তা বাদ দেন। এ সম্পর্কে ইএসপিএন ফুটবলকে তেভেজ বলেন, ‘আমার মনে হয় মেসি অবস্থা বুঝেই সিদ্ধান্ত নিয়েছে। ও বার্সেলোনায় যেতে চায়নি, কারণ তখন দলের অন্য ফুটবলারদের বেতন কমে যেত। তাতে মেসি হয়ে যেত ‘খলনায়ক’।’
মিয়ামি মেসির জন্য সুন্দর জায়গা বলে মনে করেন তেভেজ। তিনি বলেন, ‘মেসি সকার লিগে গেছে। ও মিয়ামি পছন্দ করে। মেসির পরিবার ও তার জন্য ব্যাপারটা প্রশান্তির। ও যা করেছে, ঠিক করেছে। বার্সেলোনা ছাড়া তো ও ইউরোপের অন্য কোনো দলে যেত না। সুন্দর সিদ্ধান্ত।’
মেসি নিজেও বলেছিলেন, তিনি বার্সেলোনায় গিয়ে অন্য ফুটবলারদের সমস্যার কারণ হতে চান না। আর্জেন্টাইন তারকার ভাষ্য, ‘আমি শুনেছি, লা লিগা সবুজ সংকেত দিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, বার্সায় ফিরতে হলে আরও অনেক কাজ বাকি ছিল। ক্লাবকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এইসব কিছুর দায় নিতে চাইনি।’
দুবছর আগে কীভাবে তাকে ক্লাব ছাড়তে হয়েছিল সে প্রসঙ্গ উল্লেখ করে মেসি বলেন, ‘এটা খুবই বাজে পরিস্থিতি ছিল। সবকিছুই ঠিক ছিল। হঠাৎ রাতারাতি সিদ্ধান্ত বদলে গেল। তারা আমাকে জানাল, এটা সম্ভব নয়। আমাকে ক্লাব ছাড়তে হবে। আমাকে দল খুঁজতে দৌড়াদৌড়ি করতে হয়েছিল এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল। ওই সময়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। একই রকম অবস্থার মধ্য দিয়ে আবার যেতে চাই না।’