ক্যারিয়ারে প্রথমবার ইউরোপের শীর্ষসারির ক্লাবের বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন তিনি। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি ইস্টার্ন কনফারেন্সের অধীনে খেলে থাকে। চলতি লিগে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মেসির নতুন দল। তাই তার সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ।
মাত্র পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত ইন্টার মিয়ামিই শেষ পর্যন্ত হচ্ছে লিওনেল মেসির গন্তব্য। সৌদি আরবের আল হিলালের বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। ফিরছেন না ভালোবাসার ক্লাব বার্সেলোনাতেও। যুক্তরাষ্ট্রে থিঁতু হচ্ছেন ক্যারিয়ারের শেষ কটাদিন চাপমুক্ত হয়ে খেলতে।
ইন্টার মিয়ামির ২০২০ সাল থেকে মেজর লিগে খেললেও এরই মধ্যে তারকা দলে ভেড়ানোয় দিয়েছে মুন্সিয়ানার পরিচয়। মালিক হিসেবে আছেন ফুটবল জগতের সবচেয়ে বড় ফ্যাশন আইকন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। এছাড়া খেলোয়াড় হিসেবে মেসির আগে খেলে গেছেন তারই স্বদেশি ও এক সময়ের সতীর্থ গঞ্জালো হিগুয়েইনও।
ইন্টার মিয়ামিতে চলমান মৌসুমে খেলছেন ২০ জন বিদেশি ফুটবলার। মেসি যোগ দেয়ায় সংখ্যাটা বাড়বে আরও। বিদেশিদের তালিকায় আছেন ব্রাজিল, আর্জেন্টিনা, ইউরোপের খেলোয়াড়ও। তবে খুব বড় কোনো নামকে সতীর্থ হিসেবে পাচ্ছেন না মেসি।
ইন্টার মিয়ামিতে মেসি সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন –
গোলরক্ষক: ড্রেক ক্যালেন্ডার (যুক্তরাষ্ট্র), নিক মার্সমান (নেদারল্যান্ডস), সিজে দস স্যান্তোস (যুক্তরাষ্ট্র/পর্তুগাল), কোল জেনসেন (যুক্তরাষ্ট্র);
ডিফেন্ডার: কামাল মিলার (কানাডা/জ্যামেইকা), সের্গিয়ে ক্রিভটসভ (ইউক্রেন), ক্রিস্টোফার ম্যাকভেই (সুইডেন/যুক্তরাষ্ট্র), রায়ান সেইলর (যুক্তরাষ্ট্র), ইয়ান ফ্রেই (জ্যামেইকা/যুক্তরাষ্ট্র), ফ্রাঙ্কো নেগ্রি (আর্জেন্টিনা/ইতালি), নোয়াহ অ্যালেন (যুক্তরাষ্ট্র), ডি-অ্যান্দ্রে ইয়েডলিন (যুক্তরাষ্ট্র/লাটভিয়া), হার্ভে নেভিল (আয়ারল্যান্ড/ইংল্যান্ড);
মিডফিল্ডার: গ্রেগরি (ব্রাজিল), ডিজন আরয়ো (ইকুয়েডর), ভিক্টর উল্লোয়া (মেক্সিকো/যুক্তরাষ্ট্র), ডাভিড রুইজ (হন্ডুরাস/যুক্তরাষ্ট্র), জিয়ান মোত্তা (ব্রাজিল), বেনজা ক্রিমাশ্চি (যুক্তরাষ্ট্র/আর্জেন্টিনা), রুডলফো পিজ্জারো (মেক্সিকো);
ফরোয়ার্ড: রবার্ট টেইলর (ফিনল্যান্ড/ইংল্যান্ড), রবি রবিনসন (যুক্তরাষ্ট্র/চিলি), এডিসন আজকোনা (ডমিনিকান প্রজাতন্ত্র/যুক্তরাষ্ট্র), জ্যাক লাকাভা (যুক্তরাষ্ট্র), ফেলিপে ভ্যালেন্সিয়া (যুক্তরাষ্ট্র/কলম্বিয়া), জোসেফ মার্তিনেজ (ভেনেজুয়েলা), লিওনার্দো কামপানা (ইকুয়েডর/যুক্তরাষ্ট্র), নিকলাস স্তেফানেল্লি (আর্জেন্টিনা/ইতালি), করেন্তাইন জ্যাঁ (ফ্রান্স), স্নাইডার বোর্জেলিন (হাইতি/যুক্তরাষ্ট্র)।