Homeআন্তর্জাতিকউকিলের পোশাকে এসে আদালতের বাইরে গ্যাংস্টারকে খুন

উকিলের পোশাকে এসে আদালতের বাইরে গ্যাংস্টারকে খুন

ভারতের উত্তর প্রদেশে আদালতের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে এক গ্যাংস্টারকে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ চার জন। হামলাকারী ব্যক্তি উকিল তথা আইনজীবীর পোশাক পরে হামলা চালিয়েছিল। এরই মধ্যে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনটিডিভির খবর, ঘটনাটি ঘটেছে বুধবার (৭ জুন)। ভারতের উত্তর প্রদেশের লখনৌ জেলা আদালতের বাইরে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় সঞ্জীব মহেশ্বরী ওরফে সঞ্জীব জিভা নামে ওই গ্যাংস্টারকে।
হামলাকারীকে গ্রেফতার করা হলেও কেনো এই সে বিষয়ে হত্যাকাণ্ড সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পেড়েছে।

লখনৌ পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার উপেন্দ্র আগারওয়াল বলেছেন, ‘ঘটনাটি ঘটে বিকাল সাড়ে ৩টার দিকে। তার পেছনে দিকে গুলি করা হয়। আমাদের দুজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তারা আশঙ্কামুক্ত। একজন মহিলা ও তার শিশুও আহত হয়েছেন। সঞ্জীব জিভাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।’

এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে লখনৌ জেলা আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উত্তর প্রদেশে একটি অপরাধী চক্রের নেতৃত্ব দিতেন সঞ্জীব। তিনি রাজনীতিবিদ মুক্তার আনসারির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজনীতিতে নামার আগে মুক্তারও অপরাধ চক্রের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে। বিজেপির এক বিধায়ককেও হত্যার অভিযোগ রয়েছে সঞ্জীবের বিরুদ্ধে।

সর্বশেষ খবর