Homeখেলামেয়াদ বাড়ল সেভিয়াকে ইউরোপীয় শিরোপা জেতানো মেন্দিলিবারের

মেয়াদ বাড়ল সেভিয়াকে ইউরোপীয় শিরোপা জেতানো মেন্দিলিবারের

সেভিয়াকে ইউরোপা লিগ জেতানোর পুরস্কার পেয়েছেন কোচ হোসে লুইস মেন্দিলিবার। আগামী এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে তার।
মঙ্গলবার (৬ জুন) সেভিয়া ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে নতুন চুক্তির বিষয়টি জানায়।

লা লিগায় সেভিয়ার জন্য তেমন কিছু করতে না পারলেও ইউরোপা লিগে পেয়েছেন সফলতা, ফাইনালে রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয় মেন্দিলিবারের শিষ্যরা। তাতে ২০২৪ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব দেয়া হয় অভিজ্ঞ এই কোচের হাতে।

গত মার্চ মাসে লিগে খারাপ পারফরমেন্সের কারণে জর্জ সাম্পাওলিকে সরিয়ে কোচের দায়িত্ব দেয়া হয়েছিল লুইস মেন্দিলিবারকে। দায়িত্ব পেয়ে লিগে তেমন উন্নতি করতে না পারলেও ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ায় তার ওপর ভরসা তৈরি হয় কর্তৃপক্ষের।

মূলত তলানিতে থাকা সেভিয়াকে রেলিগেশন থেকে বাঁচানোর জন্য মেন্দিলিবারের ওপরে দায়িত্ব দেয়া হয়েছিল এবং তিনি সেটি সঠিকভাবে পালন করেছেন। সেটিও আবার বেশ কয়েকটি ম্যাচ হাতে রেখেই। অন্যদিকে তার নেতৃত্বে সেভিয়া ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, য়্যুভেন্তাস এবং রোমাকেও ছাড়িয়ে যায়।

সর্বশেষ খবর