Homeজেলালক্ষ্মীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ ০৭ জুন (বুধবার) লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

শহর সমাজ কর্মকর্তা টিটু চন্দ্র ধর এর সভাপতিত্বে সকালে কর্মশালা শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী।
দিনব্যাপি এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: জাকির হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর