জ্লাতান ইব্রাহিমোভিচকে ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে এসি মিলান। রোববার (৪ জুন) ভেরোনার বিপক্ষে শেষ ম্যাচটি খেলবেন তিনি।
এ মৌসুমে মাত্র ১৪৪ মিনিট খেলেছেন ইব্রাহিমোভিচ। সিরি আয় সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি তার দখলে। গত মার্চে উদিনেসের বিপক্ষে পেয়েছিলেন সেই গোল। ইনজুরির সঙ্গে বারবার লড়াই করা ইব্রা এবার এসি মিলান ছাড়ছেন। দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না সুইডিশ তারকা।
ইব্রার জন্য ছোট পরিসরে বিদায়ী আয়োজন করবে এসি মিলান। তাকে ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে ক্লাবটি বলেছে, ‘এসি মিলান ইব্রাকে ধন্যবাদ দিতে চায়। আমাদের সঙ্গে ওর দারুণ সময় কেটেছে।’
২০১১ সালে এসি মিলানকে লিগ শিরোপা উপহার দেয়া ইব্রা দ্বিতীয় মেয়াদে ফিরে আসেন ২০১৯ সালে। গেল মৌসুমে ক্লাবকে আরেকবার লিগ জেতান তিনি। কিন্তু এ মৌসুমে নিজের ছায়া হয়ে থেকেছেন ৪১ বছর বয়সী ফুটবলার। ইনজুরির কারণে তেমন মাঠেই নামতে পারেননি তিনি।
১৯৯৯ সালে মালমো এফসির হয়ে সিনিয়র ফুটবলে যাত্রা শুরু হয় ইব্রার। এরপর আয়াক্স, য়্যুভেস্তান, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লস অ্যাঞ্জেল গ্যালাক্সির হয়ে খেলেছেন তিনি।