মিশরের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ জুন) স্থানীয় সময় সকালে ইসরাইল-মিশর সীমান্তের ৪০ কিলোমিটার দক্ষিণে নিতজানা এবং আল আওজা ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে দ্বিতীয় দফা অভিযান চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় হামলাকারী।
একইসঙ্গে সার্চ অপারেশন চালানোর সময় গুলিতে আরেক সেনা নিহত হন বলেও জানায় ইসরাইলি বাহিনী।
হামলাকারীর পরিচয় সম্পর্কে ইসরাইলি সেনাদের মুখপাত্র কর্নেল রিচার্ড জানান, এটি আইএসআইএল, সীমান্তরক্ষী কিংবা চোরাকারবারীর কাজ হতে পারে। মিশরীয় সেনাবাহিনীর সহায়তায় এরইমধ্যে একটি তদন্ত সম্পন্ন করা হয়েছে।
মূলত সীমান্তে মাদক চোরাচালানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার পরই এ ঘটনা ঘটেছে। কর্নেল রিচার্ড আরও বলেন, অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ ডলার মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
১৯৭৯ সালে ইসরাইল ও মিশরের মধ্যে শান্তিচুক্তির পর সীমান্তে এমন হতাহতের ঘটনা বিরল। প্রায় এক দশকের বেশি সময় পর মিশরীয় সীমান্তে ইসরাইলি সেনা হতাহতের ঘটনা ঘটল।