বার্সেলোনা ক্যারিয়ারের সমাপ্তি টেনে জাপানের ক্লাব ভিসেল কোবেতে যান আন্দ্রেস ইনিয়েস্তা। সেখানকার পাঠও চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যদিও এখনই খেলা ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। হয়তো অন্য কোনো দেশের লিগে দেখা যাবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী এই তারকাকে। এরইমধ্যে আর্জেন্টিনা থেকে খেলার প্রস্তাব পেলেন তিনি।
প্রথম সারির লিগে খেলা আর্জেন্টিনা জুনিয়র্সের কোচ গ্যাব্রিয়েল মিলিতো। মিলিতো ইনিয়েস্তার বন্ধু। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনায় ড্রেসিং রুম শেয়ার করেছেন তারা। সেই মিলিতোর মাধ্যমেই মূলত ইনিয়েস্তার সঙ্গে যোগাযোগ করেছে আর্জেন্টিনা জুনিয়র্স। এ সম্পর্কে দলটির চেয়ারম্যান ক্রিস্টিয়ান ম্যালাসপিনা বলেন, ‘মিলিতো ও ইনিয়েস্তা দুজন ভালো বন্ধু। ও (মিলিতো) ইনিয়েস্তাকে আর্জেন্টিনায় আনার ব্যাপারে কথা বলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ খবর টিওয়াইসি স্পোর্টসের।
এ মৌসুমের মাঝপথে ভিসেল কোবে ছাড়বেন ইনিয়েস্তা। সম্প্রতি দল ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি ফুটবল খেলে যেতে চাই। মনে হয় এখনও আমার খেলার সামর্থ্য আছে। এই অধ্যায়টা (ভিসেল) যেহেতু শেষ হচ্ছে, এরপর দেখব কী হয়।’
বার্সেলোনায় দেড় যুগের বেশি সময় খেলার পর ২০১৮ সালে জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। তবে চলতি মৌসুমের শেষ পর্যন্ত জাপানিজ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও মৌসুমের মাঝামাঝি সময়েই ক্লাব ছাড়বেন এই স্প্যানিশ মিডফিল্ডার। আগামী ১ জুলাই ভিসেল কোবের হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি।
ভিসেল কোবেকে বিদায় জানালেও ইনিয়েস্তা অবসর নিতে চান আরও পরে, ফুটবল খেলা অবস্থায়। তিনি জানান, ‘আমি মাঠে খেলা অবস্থায় অবসর নিতে চাই। এটাই এখন আমার আশা।’