দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের আরেকটি পৃথক মামলায় কিছুদিন আগে সিরি আ’য় চলতি মৌসুম থেকে য়্যুভেন্তাসের ১০ পয়েন্ট কেটে নেয়া হয়। এবার সে মামলায় একই সঙ্গে তাদের জরিমানা দিতে হবে ৭ লাখ ১৮ হাজার ইউরো।
কোভিড মহামারির শুরুর দিকে য়্যুভেন্তাস বলেছিল, সংকটের মধ্যে ক্লাবকে সাহায্য করার জন্য তাদের ২৩ জন খেলোয়াড় চার মাসের জন্য বেতন কমাতে রাজি হয়েছে। তবে প্রসিকিউটররা দাবি করেন, খেলোয়াড়রা মাত্র এক মাসের বেতন কমাতে রাজি হয়েছিলেন। খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়ে মিথ্যাচার করায় এই অর্থ জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
এদিকে ফেডারেশনের সঙ্গে চুক্তির পর মঙ্গলবার (৩০ মে) য়্যুভেন্তাস বলেছে, তারা ক্লাবের, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের স্বার্থে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা আগামী মৌসুমের পরিকল্পনার দিকে মনোযোগ দিতে পারবে।
বর্তমানে য়্যুভেন্তাস ইতালিয়ান লিগের সপ্তম অবস্থানে আছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ না খেলা হলেও, কনফারেন্স কাপ কিংবা ইউরোপা লিগে খেলার সুযোগ রয়েছে তাদের। তবে সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তারা জায়গা হারাতেও পারে। ইতালির বেশকিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের বিরুদ্ধে একটি পৃথক তদন্ত করছে উয়েফা।
শুধুমাত্র সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির বিষয়টি ১৫ জুনের শুনানিতে মূল্যায়ন করা হবে। অর্থ নিয়ে মিথ্যাচারের একটি মামলায় য়্যুভেন্তাসের বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয়েছিল। এই মামলার অংশ হিসেবে আগনেল্লিসহ আরও ১১ ব্যক্তি এবং ক্লাব বিচারের ঝুঁকিতে আছে।