ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এক যাত্রীর বিরুদ্ধে বিমানকর্মীকে মারধর করার অভিযোগ ওঠেছে। কথাকাটাকাটি থেকে মারধারের এ ঘটনা ঘটেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। পরে অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেয়া হয়।
খবরে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এআই-৮৮২ ফ্লাইটটি সোমবার (২৯মে) গোয়া থেকে নয়াদিল্লি যাচ্ছিল। ওই ফ্লাইটে এক বিমানকর্মীকে মারধরের অভিযোগ ওঠেছে এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ওই যাত্রী প্রথমে বিমানকর্মীদের গালিগালাজ করেন। তারপর এক নারীকর্মীর গায়ে হাত তোলেন তিনি। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরও ওই যাত্রী আগ্রাসী আচরণ করতে থাকেন। পরে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেয়া হয় তাকে।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মুখপাত্র বলেছেন, বিমানকর্মী ও যাত্রীদের সুরক্ষা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যাত্রীর আচমকা মারমুখী আচরণের নিন্দা জানায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এর আগে, গত ১০ এপ্রিল দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এক নারী বিমানকর্মীকে হেনস্থার অভিযোগ ওঠে। পরে অভিযুক্ত যাত্রীকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।