যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও চিত্র সাংবাদিক শাহীন আলমকে হত্যাচেষ্টা মামলায় তিন আসামিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ রায় দেন। আসামিরা হলেন- রহিম, জব্বার ও জাকির।
২০১৬ সালের ৬ নভেম্বর অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে গিয়েছিলেন শাকিল হাসান ও শাহিন আলম। ভিডিও চিত্র ধারণ করার সময় কারখানার মালিকরা টের পেয়ে তাদের ওপর হামলা করে। আট থেকে ১০ জনের একটি দল তাদেরকে মারধর করে ক্যামেরা ভেঙে ফেলে এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে।
এ ঘটনায় চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা করেন শাকিল হাসান। ২০১৭ সালের ৬ জুন এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম। ২০১৮ সালের ৪ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। মামলার রায় ঘোষণায় এ পর্যন্ত বেশ কয়েকবার তারিখ পিছিয়ে অবশেষে আজ মঙ্গলবার তিন আসামিকে চার মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।