মা-বাবার দেখাশোনার চাকরি নিয়েছেন এক তরুণী। মাস শেষে পাবেন পারিশ্রমিকও! শুনতে অবাক লাগছে তাই না? অবাক হওয়ারই কথা। কিন্তু অবাক করার মতো হলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে চীনে। খবর এনডিটিভির।
৪০ বছর বয়সী ওই তরুণীর নাম নিয়ানান। তিনি ১৫ বছর ধরে একটি সংস্থায় চাকরি করেছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাউথ চীনা মর্নিং পোস্ট জানিয়েছে, সম্প্রতি নিয়ানানের চাকরিজীবনে কিছু পরিবর্তন আসে। তার কাজের চাপ বাড়ছিল। অফিসের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। এ পরিস্থিতিতে মানসিক চাপে ভুগছিলেন তিনি।
মেয়ের এই দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেন তার মা-বাবা। তারা নতুন চাকরির প্রস্তাব দেন নিয়ানানকে। আগের চাকরি ছেড়ে দেয়ার পরামর্শ দিয়ে দম্পতি জানান, তারাই কন্যার অর্থনৈতিক ভার বইবেন। বদলে কন্যাকেও তাদের জন্য কিছু করতে হবে।
এর পরই চাকরি ছেড়ে দিয়ে বাবা ও মায়ের দায়িত্ব নেন নিয়ানান। এর জন্য তাকে প্রতি মাসে চিনা মুদ্রায় চার হাজার ইউয়ান দেয়া হয়; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার টাকা। পেনশনের টাকা থেকেই কন্যাকে ওই অর্থ বেতন দিয়ে থাকেন দম্পতি।
নিয়ানান জানিয়েছেন, সকালে এক ঘণ্টা মা-বাবার সঙ্গে নাচানাচি করে কাটান তিনি। কখনো কখনো তাদের সঙ্গে দোকান, বাজারে যান। সন্ধ্যায় তিনি বাবার সঙ্গে রান্না করেন। এ ছাড়া মা-বাবার গাড়ির চালক, সংসারের পরিচারক হিসেবেও কাজ করেন তিনি।
তিনি জানিয়েছেন, এ কাজ করতে তার ভালোই লাগছে। তবে এর চেয়েও ভালো কোনো চাকরি পেলে স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করতে বলেছেন তার মা-বাবা।