Homeখেলামাথায় আঘাত পেয়ে আইসিইউতে মেসির সতীর্থ

মাথায় আঘাত পেয়ে আইসিইউতে মেসির সতীর্থ

স্পেনে ছুটি কাটাতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির পিএসজি সতীর্থ সের্হিও রিকো। ঘোড়দৌড়ের সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

২৯ বছর বয়সী এ গোলরক্ষকের অবস্থা নিয়ে শঙ্কিত ক্লাব পিএসজিও। রোববার (২৮ মে) ক্লাবটি তাদের এক বিবৃতিতে জানায়, সের্হিও রিকোর দুর্ঘটনা সম্পর্কে রোববার জানতে পেরেছে পিএসজি। সার্বিক অবস্থা জানতে নিয়মিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ক্লাব।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, শনিবার রাতে লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজির স্কোয়াডে ছিলেন রিকো। জিয়ানলুইজি ডোনারুম্মার পর তিনি দলের দ্বিতীয় গোলরক্ষক। ওই রাতে লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর দলের সবাই ছুটিতে যায়। রিকো ছুটি কাটাতে চলে যান নিজ শহর স্পেনের সেভিয়ায়।

সেখানে একটি ঘোড়দৌড়ে অংশ নেন তিনি। দৌড়ের একপর্যায়ে রিকোর ঘোড়ার সঙ্গে উল্টো দিক থেকে আসা আরেকটি ঘোড়ার সংঘর্ষ ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। মাটিতে পড়ার পর তার গলায় ও মাথায় ঘোড়ার পায়ের আঘাত লাগে।

গুরুতর আহতাবস্থায় তাকে হেলিকপ্টারে সেভিয়ার ভার্জেন দেল রোসিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন। তিনি মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানানো হয়।

২০২০ সালে যোগ দেয়ার পর থেকে পিএসজির হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন রিকো। মাঝে মায়োর্কার হয়ে লোনে খেলেছেন ১৪ ম্যাচ। স্পেন জাতীয় দলের হয়েও খেলেছেন এক ম্যাচ।

সর্বশেষ খবর