বার্সেলোনার সঙ্গে আর চুক্তি নবায়ন করেবেন না ক্লাবটির ক্রীড়া পরিচালক জর্দি ক্রুইফ। চলতি মৌসুম শেষেই ক্লাবের দায়িত্ব ছাড়বেন কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ছেলে ও বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।
মঙ্গলবার (১৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
চাইনিজ সুপার লিগের দল শেনঝেনের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ২০২১ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ক্রীড়া পরিচালকের দায়িত্ব নেন জর্দি। ক্লাবটির সঙ্গে কিংবদন্তি ক্রুইফের ছেলের দুই বছরের পথচলা শেষ হচ্ছে এবার।
এই মৌসুম শেষে বার্সা ছাড়ছেন ক্লাবটির ‘ডিরেক্টর অব ফুটবল’ মাতেও আলেমানি। চলতি মাসের শুরুতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এস্পানিওলকে হারিয়ে গত রোববার (১৪ মে) লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা, যা ২০১৯ সালের পর তাদের প্রথম লিগ শিরোপা। এই মৌসুমে এর আগে তারা জিতেছে স্প্যানিশ সুপার কাপ। তবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে বিদায়ের পর কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা।