Homeআন্তর্জাতিকদাবদাহে পুড়ছে ভারত

দাবদাহে পুড়ছে ভারত

দাবদাহে পুড়ছে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল। দেশটির কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। অতিরিক্ত তাপমাত্রায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

এনডিটিভি জানায়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গুজরাট, উত্তর প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। এ অঞ্চলের তাপমাত্রা রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে কিছু কিছু জায়গার তাপমাত্রা ৪৫ ডিগ্রির বেশি।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার (১৬ মে) চেন্নাইয়ের তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, নাঙ্গাবাক্কামে ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি। ৩১ মে পর্যন্ত এই দাবদাহ চলবে বলে জানায় দফতরটি।

তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার তাগিদে দিনের বেলা প্রখর রোদের মধ্যে বাইরে বের হতে হচ্ছে তাদের। এতে নানান শারীরিক জটিলতার সম্মুখীন হচ্ছেন তারা। তবে চিকিৎসকরা গরমের মধ্যে বাইরে বের হলে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

গুজরাটের এক দিনমজুর বলেন, ‘তাপমাত্রা এখন অনেক বেশি। তবে আমাদের কিছু করার নেই। কাজের জন্য বের হতেই হবে। পেট চালাতে হবে, সংসার চালাতে হবে।’

অন্য এক দিনমজুর বলেন, ‘তীব্র গরমে কাজ করতে অসহ্য লাগে। মাঝে মাঝে মনে হয় এই গরমেই মারা যাব। কিন্তু পেটের দায়ে কাজ থেকেও দূরে থাকা যায় না।’

গ্রীষ্মকালে এমনিতেই তাপমাত্রা বেশি থাকে ভারতে। তবে, চলমান দাবদাহে এ পরিস্থিতি পৌছেঁছে অসহনীয় পর্যায়ে। দেশটিতে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির জন্য নগরায়ন, ক্রমাগত বনভূমি উজাড় এবং বৈশ্বিক উষ্ণায়নের মতো কারণগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ খবর