নেইমারদের সাবেক কোচ তিতেকে দলে ভেড়াতে আগ্রহী সৌদি ক্লাব আল হিলাল। ক্লাবটির বর্তমান কোচ র্যামন দিয়াজের সঙ্গে নাকি আর চুক্তি নবায়ন করতে চাইছে না তারা। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্যা আরিয়াদিয়াহ ডেইলি স্পোর্টস জানিয়েছে এ খবর।
সৌদি প্রো লিগে তার শেষ ম্যাচটি পরিচালনা করে ফেলেছেন দিয়াজ। সে জায়গায় তিতেকে কোচের দায়িত্বে বসাতে চায় ক্লাব কর্তৃপক্ষ এমন গুঞ্জন, বার্তা সংস্থা রয়টার্সেও।
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকে ভিন্ন একটা লক্ষ্য মাত্রা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। দেশটির ফুটবলীয় অবকাঠামো উন্নয়ন ও পুরো বিশ্বে সৌদি আরবের সক্ষমতার জানান দিতে ইউরোপ থেকে সেরা তারকাদের দলে ভেড়ানোর মিশন নির্ধারণ করেছে দেশটির ফুটবল সংশ্লিষ্টরা। সে লক্ষ্যে সবার আগে চোখ লিওনেল মেসির দিকে। তবে, সৌদি ক্লাব আল-হিলালে মেসির যোগ দেয়ার গুঞ্জনে উড়িয়ে দিয়েছেন মেসির এজেন্ট ও তার বাবা জর্জ মেসি। এরপর থেকেই সবার মুখে মুখে সৌদি ক্লাব আল-হিলালের নাম। মেসিকে জড়িয়ে এমন গুঞ্জনের আগে ক’জনই বা চিনতেন মধ্যপ্রাচ্যের এই ক্লাবটিকে?
মেসির পর আল-হিলালের চোখ এখন ব্রাজিলের সাবেক কোচ তিতের দিকে। এমন খবর জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। ব্যক্তিগত কাজে আর্জেন্টিনায় পাড়ি জমাচ্ছেন সৌদি ক্লাবটির বর্তমান কোচ র্যামন দিয়াজ। আর্জেন্টিনায় যাওয়ার এমন খবরের পরই দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে গুঞ্জন দিয়াজ সৌদি প্রো লিগে তার শেষ ম্যাচটি পরিচালনা করে ফেলেছেন। চলতি মৌসুমের বাকি সময়টুকু দিয়াজের ছেলেই কোচের দায়িত্ব পালন করবেন বলেও শোনা যাচ্ছে।
র্যামন দিয়াজের জায়গায় নেইমারদের সাবেক কোচকে দলে ভেড়াতে তোরজোর চালাচ্ছে হিলাল কর্তৃপক্ষ। গুঞ্জন আছে, ইতোমধ্যে তিতেকে প্রস্তাবও দিয়েছে সৌদির ক্লাবটি। দ্যা আরিয়াদিয়াহ ডেইলি স্পোর্টস জানাচ্ছে, বর্তমান কোচের সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চাইছে না ক্লাবটি।
আল-হিলাল তিতেকে দলে ভেড়াতে চাইলেও, ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন খুব একটা সাফল্যের দেখা পাননি তিনি। কার্লোস দুঙ্গার বিদায়ের পর ২০১৬ সালে ব্রাজিলের কোচের পদে যোগ দেন তিতে। তার অধীনে রাশিয়া ও কাতার বিশ্বকাপ খেললেও কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে ব্যর্থ ছিলেন তিতে। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের।
বিশ্বকাপের ব্যর্থ মিশনের পর ডিসেম্বরে ব্রাজিলে দলের কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব কোরিন্থিয়ানস, অ্যাতলেটিকো মিনেইরোসহ বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব সামলেছেন ৬১ বছর বয়সী তিতে।