Homeখেলাব্রাজিল তারকার মৃত্যু কামনা করে বার্সা সমর্থকদের উল্লাস

ব্রাজিল তারকার মৃত্যু কামনা করে বার্সা সমর্থকদের উল্লাস

জাভি হার্নান্দেজ বার্সেলোনার দায়িত্ব নেয়ার পরে এই প্রথম লা লিগা শিরোপা জিতেছে কাতালান জায়ান্টরা। ফলে আনন্দ-উদযাপনে কমতি ছিল না কোথাও। কিন্তু সেই আনন্দকেও কলুষিত করেছেন কিছু বার্সা সমর্থক। ব্রাজিল তারকা উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের মৃত্যু কামনা করে তারা উল্লাস করেছেন।

গত ১৪ মে রাতে এস্পানিওলের বিপক্ষে ৪-২ গোলে জয় নিয়ে ২০২২-২৩ মৌসুমের শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাব বার্সেলোনা। জাভি হার্নান্দেজের শিষ্যরা শিরোপা জয় করেন প্রতিপক্ষের মাঠেই।

তিন বছর পর লা লিগার মসনদ ফিরে পাওয়ার আনন্দে বর্ণিল হয়ে ওঠে গোটা বার্সেলোনা শহর। নেচে গেয়ে সমর্থকরা উদযাপন করেন মুহূর্তটি। সঙ্গে এমন অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানান কোচ জাভিকে। তবে সেই উদযাপনের একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে এসেছে যেখানে দেখা গেছে, বার্সার কিছু সমর্থক ভিনিসিউসের মৃত্যু কামনা করে উল্লাস করছেন।

ক্লাব ফুটবলে ভিনিসিউস রিয়াল মাদ্রিদে খেলেন। আর রিয়াল মূলত বার্সার অন্যতম প্রতিদ্বন্দ্বী দল। এ কারণে বার্সা ভক্তদের কাছে ভিনিসিউসও একজন প্রতিপক্ষ। তবে ব্রাজিল তারকা এই প্রথম বিরূপ আচরণের শিকার হলেন না। লা লিগায় বর্ণবাদী আচরণের মুখে পড়েছেন অসংখ্যবার। এবার যেন তারই ধারাবাহিকতা দেখা গেল বার্সা সমর্থকদের থেকে।

এর আগে বর্ণবাদী আচরণের কারণে স্পেনের সহিংসতাবিরোধী কমিশন মায়োর্কার এক দর্শককে ৪ হাজার ইউরো (প্রায় সাড়ে ৪ লাখ টাকা) জরিমানা ও ১ বছর স্টেডিয়ামে নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছিল। এছাড়া এই অপরাধের কারণে ক্লাব ওসাসুনাকে ৬০০ ইউরো (৬৭ হাজার টাকার ওপরে) জরিমানা করা হয়েছিল। তারপরেও থেমে নেই ভিনির প্রতি ঘৃণ্য আক্রমণ।

সর্বশেষ খবর