Homeখেলাআর্জেন্টিনায় মূল্যস্ফীতি ছাড়াল ১০০ শতাংশ, বাড়ানো হলো সুদহার

আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ছাড়াল ১০০ শতাংশ, বাড়ানো হলো সুদহার

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশে আর্জেন্টিনা। ব্যাপক মূল্যস্ফীতির কারণে জনজীবনে ওঠেছে নাভিশ্বাস। ক্রমেই কমছে দেশটির রিজার্ভ। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংক সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডলারের বিপরীতে আর্জেন্টিনার মুদ্রা পেসোর অবমূল্যায়ন রোধ করতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়েছে ৯৭ শতাংশ। এতে মুদ্রার অবমূল্যায়ন রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসা। তবে ব্যাংক সুদ বাড়ানোর পদক্ষেপ নেয়া হলেও এতে কোন কার্যত কোন ফায়দা হবেনা বলে দাবি অর্থনীতিবিদদের।

কয়েকমাস ধরেই অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি পার করছে আর্জেন্টিনা। একদিকে আর্জেন্টিনায় যেমন হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। তেমনি পাল্লা দিয়ে কমছে দেশটির মুদ্রার মান।

গত এপ্রিলে মাসে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির গড় হার ১০০ শতাংশ পেরিয়ে গেছে। সে মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ১০৯ শতাংশ। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে ব্যাংক সুদের হার ৯৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিল আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি বিশ্লেষকরা আরও বলছেন, দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই দেশটিতে ১৯৯০ সালের পর থেকে এই পর্যায়ের মূল্যস্ফীতি আর দেখা যায়নি। এমনকি, আর্জেন্টিনার ইতিহাসে এর আগে কখনও মূল্যস্ফীতির হার ১০০ শতাংশেও পৌঁছায়নি।

এদিকে আর্জেন্টিনা সরকারের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার বিদেশি সহায়তার দিকেও নজর দিচ্ছে। সরকার ব্রিকস গ্রুপের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, চীন এবং ব্রাজিলের সঙ্গে চুক্তির গতি বাড়ানোর মাধ্যমে কমতে থাকা বৈদেশিক রিজার্ভ বাড়ানোর দিকে মনোযোগ দিতে চায়।

সর্বশেষ খবর