Homeআন্তর্জাতিকচীনের আদালতে মার্কিন নাগরিকের যাবজ্জীবন

চীনের আদালতে মার্কিন নাগরিকের যাবজ্জীবন

গুপ্তচরবৃত্তির দায়ে এক মার্কিন নাগরিককে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত। সোমবার (১৫ মে) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সুযহোর আদালতে এ দণ্ড দেওয়া হয়। খবর বিবিসির।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম জন শিং-ওয়ান লেউং। ৭৮ বছর বয়সী লেউং হংকংয়ের স্থায়ী বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ।

প্রতিবেদনে জানা গেছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২১ সালের ১৫ এপ্রিল জন শিং-ওয়ান লেউংকে আটক করা হয়। তবে আটকের সময় লেউং কোন দেশের বাসিন্দা ছিল তা স্পষ্ট ছিল না।

আদালত জানান, লেউইংয়ের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগপত্র বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, তারা এ বিষয় সম্পর্কে অবগত আছেন। তবে  বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে স্টেট ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়।

বাণিজ্য, প্রযুক্তি ও মানবাধিকারসহ নানা ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে তখন এ খবর পাওয়া গেল।

Exit mobile version