Homeখেলাপুরস্কারের টাকায় শপিং করবেন মুস্তাফিজ

পুরস্কারের টাকায় শপিং করবেন মুস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে মজার কথা বলেছেন মুস্তাফিজ। নিজে ঠিকমতো ইংরেজি রপ্ত করতে না পারায় তার হয়ে কথা বলার দায়িত্ব নেন অধিনায়ক তামিম ইকবাল। মুস্তাফিজের কথায় তিনিও মজা পেয়েছেন। মূলত মজার শুরু হয় উপস্থাপকের পক্ষ থেকে। পুরস্কার পর্ব শেষে উপস্থাপক জিজ্ঞেস করেন, ‘ম্যাচ সেরার টাকা দিয়ে আপনি কী করবেন?’

উত্তরে মুস্তাফিজ হেসে দিয়ে বলেন, ‘শপিং করব, তাছাড়া কী!’ আরেক প্রশ্নের উত্তরে দ্য ফিজ জানান, ‘আমি বাংলাদেশ দলের হয়ে এই দায়িত্বটা দীর্ঘদিন ধরে পালন করছি। আমি এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি তো আগের দিনই ভাবছিলাম ৫ উইকেট নেব।’

আইপিএলে বলার মতো পারফরমেন্স করতে পারেননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যার কারণে দুই ম্যাচ খেলে তাকে বসে থাকতে হয়েছে বেঞ্চে। দেশের জার্সিতেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচেও ছিল একই চিত্র। তবে শেষ ম্যাচে দিলেন আস্থার প্রতিদান; নিজের নামের প্রতি করলেন সুবিচার।

রোববার (১৪ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০-তে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। যেখানে শেষ ম্যাচটিতে জয় পেতে কার্যকর ভূমিকা রেখেছেন পেসার মুস্তাফিজ। নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কার ওঠেছে কাটার মাস্টারের হাতে।

এদিকে চেমসফোর্ডে আসা বাংলাদেশি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজ। টাইগার পেসার বলেন, ‘দর্শকের কারণে মনে হচ্ছে ঘরের মাঠে খেলছি। সবাইকে ধন্যবাদ মাঠে এসে আমাদের সমর্থন দেয়ার জন্য।’

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ২৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় টাইগাররা। পরে আইরিশ ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ম্যাচটা প্রায় জিতেই নিয়েছিল স্বাগতিকরা। তবে শেষে মুস্তাফিজ ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে ৫ রানে জয় পায় বাংলাদেশ।

Exit mobile version