Homeআন্তর্জাতিকবিশ্বের অন্যতম বয়স্ক সিংহ মারা গেছে

বিশ্বের অন্যতম বয়স্ক সিংহ মারা গেছে

মারা গেছে বিশ্বের অন্যতম বয়স্ক সিংহ লুনকিতো। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৯ বছর। এ সিংহটিই আফ্রিকার সবচেয়ে বয়স্ক সিংহ বলে ধারণা করা হয়।

সোমবার (১৫ মে) ‘লায়ন গার্ডিয়ানস’ তাদের ফেসবুক পোস্টে সিংহটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কেনিয়ার আমবোসেলি ন্যাশনাল পার্ক লাগোয়া গ্রামে রাখালদের ছোঁড়া বর্শার আঘাতে লুনকিতোর মৃত্যু হয়েছে।

‘লায়ন গার্ডিয়ানস’ এর দাবি, এই সিংহই ওই বাস্তুতন্ত্র তথা আফ্রিকারই সবচেয়ে বয়স্ক সিংহ। সিংহটি ‘স্থিতিস্থাপকতা এবং সহাবস্থানে’র প্রতীক।

বন্যপ্রাণ সংরক্ষণবিদ ও ‘ওয়াইল্ড লাইফ ডাইরেক্টে’র প্রধান অফিসার পলা কাহুম্বুর এই মৃত্যুকে সিংহ ও মানুষের সহাবস্থানের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

সাধারণত একটি সিংহ গড়ে ১৩ বছর বাঁচে। লুনকিতো ২০০৪ সালে জন্ম নেয় এবং মারা যায় ২০২৩ সালে। হিসাব করতে গেলে সিংহদের গড় আয়ুর তুলনায় সে আরও ৬ বছর বেশি বেঁচেছিল।

Exit mobile version